‘নির্বাচন রাজনৈতিক বন্ধ্যত্ব ঘুচাবে’ -অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য আসন্ন সিটি করপোরেশন নির্বাচন টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দেশে যে রাজনৈতিক বন্ধ্যত্ব চলেছে তার অবসান হবে। মানবজমিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সাক্ষাৎকারটি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার ফররুখ মাহমুদ
রাজনৈতিক সহিংসতায় শিক্ষাখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করার কোন অধিকার রাজনীতিবিদদের নেই। এমন রাজনীতি করা যাবে না যে রাজনীতি দেশের শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টি করে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে দেয় না। দেশের সামগ্রিক অবস্থার জন্য রাজনীতিবিদদের মধ্যে দেশপ্রেমের অভাবকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেন তিনি। হরতাল দেয়ার অধিকার বিএনপির রয়েছে উল্লেখ করে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এটা তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু এই হরতালের নামে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে ফেলে দেয়া, জনগণের জীবন ঝুঁকির মধ্যে ফেলা কাম্য নয়। মানুষের ভালোভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। আর ভালো থাকার পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব। আসন্ন ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, জনগণ স্বেচ্ছায় ভোট দিতে যাবে- এমন ব্যবস্থা করতে হবে। নির্বাচন যাতে স্বচ্ছ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচন পরবর্তী ফলাফল নিয়ে প্রার্থীদের সহিংস আন্দোলনের দিকে না যাওয়ার পরামর্শ দিয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সব পক্ষকে ফলাফল মেনে নিতে হবে। বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য এই শিক্ষাবিদ রাজনীতিবিদদের সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেন, আন্দোলন করতে হলে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।

No comments

Powered by Blogger.