ওবামা-ক্যাস্ত্রো ‘ঐতিহাসিক’ করমর্দন

পানামায় গতকাল অনুষ্ঠিত এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো পরস্পরের সঙ্গে করমর্দন করেছেন। তাদের এ করমর্দনকে দেখা হচ্ছে প্রতীকী অর্থেই। ঠা-া যুদ্ধের দুই শত্রু-রাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ‘ঐতিহাসিক’ এ বৈঠককে। সুদীর্ঘ ৫৬ বছর পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো দেশ দুটির মধ্যে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ওবামা বলেছেন, লাতিন আমেরিকার ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র আর আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রসঙ্গ টেনে ওবামা বলেন, সেসব দিন এখন অতীত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ১৯৫৯ সাল থেকে দেশ দুটির মধ্যে যে শীতল সম্পর্ক বিরাজ করছিল, প্রকৃত অর্থেই তার অবসান হবে এ বৈঠকের মাধ্যমে। একটি ছবিতে ওবামা ও ক্যাস্ত্রো উভয়কেই গাঢ় রঙের স্যুট পরিধান করতে দেখা গেছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অল্প কয়েক নেতার উপস্থিতিতে আলাপ-আলোচনা করছিলেন তারা। হোয়াইট হাউসের এক কর্মকর্তা ওবামা-ক্যাস্ত্রোর করমর্দন ও তাদের মধ্যে সংক্ষিপ্ত বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। অনানুষ্ঠানিকভাবেই এ বৈঠক হয়। আশা করা হচ্ছে, আজ আবার ওবামা-ক্যাস্ত্রো সাক্ষাৎ করবেন এবং দুই শত্রুভাবাপন্ন রাষ্ট্রের মধ্যে পুনঃমিত্রতা স্থাপনে ফলপ্রসূ আলোচনায় অংশ নেবেন। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং বাণিজ্য ও ভ্রমণকে উৎসাহিত করতে ও বাড়ানোর ব্যাপারে বৈঠক করবেন তারা। ১৯৫৯ সালের কিউবা বিপ্লবের সময় জন্মগ্রহণও করেননি ওবামা। সে সময় কিউবার রাজনীতিতে পরপর ক্ষমতায় আসেন বড় ভাই ফিদেল ক্যাস্ত্রো (৮৮) ও ছোট ভাই রাউল ক্যাস্ত্রো (৮৩)।

No comments

Powered by Blogger.