কেজরিওয়ালকে দেয়া গাড়ি ফেরত চাইল সমর্থক

অরবিন্দ কেজরিওয়ালকে উপহার দেয়া গাড়িটি ফেরত চেয়েছেন আম আদমি দলের এক পুরনো সমর্থক। দলের সাম্প্রতিক কর্মকাণ্ডে হতাশ হয়েই যে তিনি তার নীল রঙের ওই ওয়াগন-আর ফেরত চাইছেন তা বলাই বাহুল্য। গত কয়েকদিনে কেজরিওয়ালের দল থেকে প্রথম সারির পাঁচ নেতাকে বহিষ্কারের পর এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন যুক্তরাজ্যে বসবাসকারী ওই সমর্থক। ইন্ডিয়া টিভি। প্রবাসী কুন্দন শর্মা পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। সম্প্রতি এক টুইটারে তিনি আম আদমি নেতা অরবিন্দ কেজরিওয়ালকে উপহার হিসেবে দেয়া ওয়াগন-আর ফেরত চেয়েছেন। শুধু গাড়ি নয়, কুন্দন শর্মা এবং তার স্ত্রী সারদা দলকে যেসব অর্থ সহায়তা দিয়েছেন, সেগুলোও ফেরত চেয়েছেন তিনি। এর আগে ভারতের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে কেজরিওয়ালের ওই সাবেক ভক্ত তার গাড়ি উপহারের বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা গাড়িটি খুব বেশিদিন ব্যবহার করিনি। দলের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়েই আমি এটি এএপিকে দিতে চেয়েছিলাম। এ নিয়ে প্রথমে নিজের মধ্যে একটু দ্বিধা ছিল। কিন্তু দিল্লির নির্ভয়া ঘটনায় দলের অবস্থান আমাকে অভিভূত করে। আমার সব দ্বিধা কেটে যায়। আমি এটি কেজরিওয়ালকে দান করি।’

No comments

Powered by Blogger.