এরদোগানের সমকামী ব্যঙ্গচিত্রে কার্টুনিস্টের জেল

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে নিয়ে কার্টুন আঁকার দায়ে জেল-জরিমানা হয়েছে দেশটির দুই কার্টুন শিল্পীর। ইস্তাম্বুলের একটি আদালত কার্টুনিস্ট বাহাদুর বারুতিকে প্রায় ২ হাজার ৭শ’ ডলার জরিমানা ও ১১ মাসের জেল এবং অপর কার্টুনিস্ট ওজায়ের আয়দোগানকে ২০ দিনের জেল দিয়েছেন। তারা ‘পেঙ্গুইন’ নামে একটি ব্যঙ্গ পত্রিকায় ২০১৪ সালে একটি কার্টুন এঁকেছিলেন। যাতে দেখা যায়, এরদোগান প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করছেন। তার মাথা ‘টাক’।
তাকে ‘শুকনো’ অভ্যর্থনা জানানো হয়। এরদোগানের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা অন্তত একজন সাংবাদিককে কতল করতে পারতাম।’ পেঙ্গুইন জানায়, দেশটির একজন নাগরিক এ কার্টুনের বিরুদ্ধে অভিযোগ আনেন। কার্টুনে এরদোগাকে ‘টাক মাথা’ দেখানো হয়েছে, যা তুরস্কের আঞ্চলিক গালি যার অর্থ দাঁড়ায় ‘সমকামী’- এমন অভিযোগ করেন সেই ব্যক্তি। এর আগে ২০০৫ সালে এরদোগান পেঙ্গুইনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিলেন।

No comments

Powered by Blogger.