র‌্যাবের ডিজিকে তলব

নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার তদন্তে আদালতের নির্দেশে গঠিত কমিটি তলব করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক মোখলেছুর রহমানকে। আজ বেলা আড়াইটায় তাকে সচিবালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে একই কমিটি র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকেও জিজ্ঞাসাবাদ করেছিল। র‌্যাবের ডিজিকে তলবের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে প্রশাসনিক তদন্ত কমিটির সদস্য আবুল কাশেম মহিউদ্দিন জানান, তদন্ত কমিটির প্রধান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে র‌্যাবের ডিজিকে জিজ্ঞাসাবাদ করা হবে। র‌্যাবের কয়েকজন সদস্য জড়িত থাকার বিষয় আসায় র‌্যাবের প্রধান হিসেবে তার বক্তব্য নেয়া হবে। ওদিকে অপরাধের জন্য র‌্যাব সদস্যদের দায় মুক্তি চাওয়া হবে না এমন বক্তব্য দেয়ার পর নারায়ণগঞ্জের অপহরণ ও সাত খুনের নেপথ্য জানতে তদন্ত কমিটি র‌্যাবের মহাপরিচালককে জিজ্ঞাসাবাদ করবে। এ পর্যন্ত প্রায় ৪০০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে কমিটি। চূড়ান্ত প্রতিবেদন দেয়ার আগে আরো তিন-চারজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর আগে গত ২৭শে এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকার সহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর আদালতের নির্দেশে গত ৬ই মে অভিযোগ তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে সরকার। এরই মধ্যে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল সাঈদ তারেক, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এমএম রানাকে র‌্যাব থেকে সরিয়ে নিজ বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছে। আদালতের নির্দেশে চাকরিচ্যুত তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে র‌্যাব কর্মকর্তারা সাত খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া, র‌্যাবের আরও কয়েক জন সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাই সাক্ষীদের বক্তব্য নিয়ে শিগগিরই তদন্ত কমিটি তাদের রিপোর্ট দাখিল করবে বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.