চট্টগ্রামে ঘুরে দাঁড়াব

শ্রীলংকার বিপক্ষে দু’দিন আগেই প্রথম টেস্টে ইনিংস ও ২৪৮ রানে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। শনিবার বিকেলে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ দল। এর আগে দুপুরে মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের সঙ্গে শুভেচ্ছা দূতের চুক্তি সেরে নিলেন সাকিব আল হাসান। প্রথম টেস্টে টাইগারদের পারফরম্যান্সে সবাই হতাশ হলেও দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মনে করেন সাকিব।
সাকিব বলেন, ‘গত দেড়-দুই বছরে আমরা এত বাজে খেলিনি। প্রতিটা দলেরই এ রকম সময় আসে। ঢাকায় আমরা একেবারেই বাজে সময় কাটিয়েছি। আশা করি, চট্টগ্রামে আমরা ঘুরে দাঁড়াব। দ্বিতীয় টেস্টে ভালো খেলব।’ তিনি বলেন, ‘এটি ছিল বাজে একটি ম্যাচ। আমরা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাই। চট্টগ্রামে আমাদের ভলো স্মৃতি আছে। সবাই কঠোর পরিশ্রম করছে। ভালো খেলার ব্যাপারে সবাই আত্মবিশ্বাসী।’ তিনি বলেন, ‘চাপ একেক জনের কাছে একেক রকম। আমার কাছে কখনও এটা চাপ মনে হয়নি। আমার মনে হয় দলের অন্য কারও মধ্যেও সেরকম কোনো চাপ ছিল না।’

No comments

Powered by Blogger.