স্নোডেনকে ছাড় নয় : যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পলাতক সাবেক গোয়েন্দা বিশ্লেষক এডওয়ার্ড স্নোডেনের প্রতি সদয় মনোভাব দেখানোর সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতারা। স্নোডেন তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির অভিযোগ প্রত্যাহারে আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন জানানোর পরিপ্রেক্ষিতে মার্কিন আইনপ্রণেতারা এই মনোভাব দেখিয়েছেন বলে সোমবার জানিয়েছে বিবিসি অনলাইন। হোয়াইট হাউসের মুখপাত্র ড্যান ফেইফার রোববার বলেছেন, ‘øোডেন যুক্তরাষ্ট্রের আইন ভেঙেছেন। তার উচিত যুক্তরাষ্ট্রে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়া।’ স্নোডেনের আবেদনের বিষয়ে হোয়াইট হাউসে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি। রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক রজার্স ও ডেমক্রেটিক সিনেটর ডিয়ানি ফিয়েনস্টাইনও একই মনোভাব ব্যক্ত করেন।
ডিয়ানি বলেন, প্রকৃত হুইসেলব্লোয়ার হলে স্নোডেন তার (ডিয়ানির) কমিটির কাছে ব্যক্তিগতভাবে প্রতিবেদন দাখিল করতে পারতেন, কিন্তু তিনি (স্নোডেন) তা করেননি। ‘আমরা তাকে দেখে রাখতাম এবং তার দেয়া তথ্যগুলো খতিয়ে দেখতাম। তা হয়নি, আর এখন আমাদের দেশের অনেক ক্ষতি করে ফেলেছেন তিনি। তাই আমার মতে তার আবেদনের উত্তর হওয়া উচিত, কোনো ছাড় নয়,’ বলেন তিনি। গত বৃহস্পতিবার জার্মান এক রাজনীতিবিদের মাধ্যমে পাঠানো এক চিঠিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ওই আবেদন জানান স্নোডেন। টেলিফোন ও ইন্টারনেটে আড়িপাতার মাধ্যমে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা নজরদারির বিস্তারিত ফাঁস করে দিয়েছেন স্নোডেন। এ কাজ করে পালিয়ে প্রথমে তিনি হংকং ও পরে রাশিয়ায় যান। রাশিয়া ২০১৪ সাল পর্যন্ত শর্তাধীন রাজনৈতিক আশ্রয় দিয়েছে তাকে। গত সপ্তাহে জার্মানির গ্রিন পার্টির এমপি হ্যান্স খ্রিশ্চিয়ান স্ট্রেবেলি মস্কোতে স্নোডেনের সঙ্গে দেখা করেন। সেখান থেকে বার্লিন ফিরে স্ট্রেবেলি জানান, এনএসএ’র চালানো গোয়েন্দাগিরির বিষয়ে জার্মান সরকারকে অবহিত করতে প্রস্তুত আছেন স্নোডেন।

No comments

Powered by Blogger.