মিসরে মুরসির বিচার মুলতবি

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির বিচারের স্থান পরিবর্তন করার পর তার বিচারও স্থগিত করেছে দেশটির সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। সহিংসতা ও রক্তপাতের আশংকায় আগামী ৮ জানুয়ারি পর্যন্ত এ বিচার স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে মিসরের আপিল আদালতের বিচারপতি মেধাত ইদ্রিস কায়রোয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সোমবার কায়রোর একটি পুলিশ একাডেমির ভেতর মুরসির মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে যে আদালতে মুরসিকে হাজির করার কথা ছিল তার সামনে মুরসি সমর্থকদের বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়ার পর শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা হল। ২০১২ সালের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট মুরসির দফতরের বাইরে সহিংসতা ও হত্যাকাণ্ডের দায়ে তার বিচার করবে সেনা সমর্থিত সরকার। এর আগে মুরসির ছেলে ওসামা মুরসি বলেছেন, বর্তমান সরকারের আদালতকে তারা বৈধ মনে করেন না বলে তারা এ শুনানিতে অংশ নেবেন না।
তিনি বলেন, তার পিতাকে অপহরণ করে পণবন্দি করে রেখেছে সেনাবাহিনী। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি নিজেও তার বিচারকে অবৈধ ঘোষণা করে বলেছেন, আÍপক্ষ সমর্থনের জন্য তিনি কোনো আইনজীবী রাখবেন না। নিজের পক্ষে নিজেই বক্তব্য রাখবেন তিনি। তবে অবৈধ আদালত কী প্রক্রিয়ায় তার বিচার করে তা শুধু পর্যবেক্ষণ করার জন্য ব্রাদারহুডের পক্ষ থেকে আইনজীবীদের একটি প্যানেল আদালতে উপস্থিত থাকবেন। মুরসির বিচার নিয়ে আজও সংঘর্ষ হয়েছে। বিচারবিরোধী বিক্ষোভ হতে ৫ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সম্ভবত এ কারণেই মুরসির বিচার স্থগিত করা হল। আলজাজিরা। উল্লেখ্য, গত ৩ জুলাই সামরিক অভ্যুত্থানে মুরসিকে ক্ষমতাচ্যুত করে তাকে অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলেন সেনাপ্রধান জেনারেল সিসি। তারপর থেকে মুরসিকে আর জনসম্মুখে দেখা যায়নি বা তার সঙ্গে তার পরিবারের সদস্যদের দেখা করতে দেয়া হয়নি। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি নিজেও তার বিচারকে অবৈধ ঘোষণা করে বলেছেন, আÍপক্ষ সমর্থনের জন্য তিনি কোনো আইনজীবী রাখবেন না। নিজের পক্ষে নিজেই বক্তব্য রাখবেন তিনি। তবে অবৈধ আদালত কী প্রক্রিয়ায় তার বিচার করে তা শুধু পর্যবেক্ষণ করার জন্য মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে আইনজীবীদের একটি প্যানেল আদালতে উপস্থিত থাকবেন। মুরসি এখনও নিজেকে মিসরের বৈধ প্রেসিডেন্ট মনে করেন বলে সম্প্রতি আল-ওয়াতান পত্রিকা জানিয়েছে। মিসরের ইতিহাসে মুরসি ছিলেন প্রথম জনগণের সরাসরি নির্বাচিত প্রেসিডেন্ট।

No comments

Powered by Blogger.