মেহসুদের বিলাসবহুল খামারবাড়ি!

মার্বেল বসানো মেঝে, সবুজ ঘাসের সমারোহে লন কিংবা উঁচু গম্বুজবিশিষ্ট খামারবাড়িতেই বছরখানেক কাটিয়েছেন পাকিস্তান তালেবানের সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদ। আট রুমবিশিষ্ট একতলা এ বাড়ির চারপাশে আপেল, আঙুর বেদানাগাছের উপস্থিতি খামারবাড়িটির জৌলুস বাড়িয়েছে কয়েকগুণ। মিরানশাহর ৫ মাইল উত্তরে খামারবাড়িটির চারপাশে বর্গাকার চারটি গম্বুজ নিঃসন্দেহে স্থাপত্য নান্দনিকতার অপরূপ প্রকাশ ঘটিয়েছে। আর্থিক দরদামেও কিন্তু কম নয়।
হাকিমুল্লাহ মেহসুদকে এর মূল্য বাবদ ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার দিয়ে কিনতে হয়েছিল। এএফপি’র এক অনুসন্ধানী প্রতিবেদক কয়েকবার এ খামারবাড়িটি পরিদর্শন করেছেন। তার মতে, এ বাড়িটির মালিক ছিল ধনী জোতদার। উত্তর ওয়াজিরস্তানের পাকিস্তান সেনা সদর দফতর থেকে ১ কিলোমিটার দূরের এ বাড়িটিই মেহসুদের জন্য একবছর ধরে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে ব্যবহৃত। নিরাপদ এ আশ্রয়ে ফেরার পথে বাড়িটির গেটে গাড়ি আসতেই শুক্রবার ড্রোন হামলায় মেহসুদের মৃত্যু ঘটে। এএফপি।

No comments

Powered by Blogger.