প্রাণে বাঁচলেন মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী

মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিমের গাড়িবহর লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালানো হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন তিনি। দেশটির নিরাপত্তা কর্মীরা এ খবর নিশ্চিত করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইব্রাহিম হত্যার চেষ্টায় চালানো এ হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আহরাম এবং মেনার খবরে বলা হয়েছে, নাসর সিটি জেলার মোস্তাফা আল নাহাস সড়কে মন্ত্রী নিজ বাসভবন থেকে মন্ত্রণালয়ে যাওয়ার পথে তার গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে এ হামলা চালানো হয়। এদিকে, মিসরের পুলিশ দাবি করেছে যে, তারা দু’জন বোমা হামলাকারীকে হত্যা করেছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের বলেন, তাকে সন্ত্রাসীদের হত্যা পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। এজন্য নিরাপত্তা কর্মীদেরদের প্রশংসা করেন। তথ্যসূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.