সংলাপ

চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই সংলাপ নিয়ে যে টালবাহানা শুরু করেছেন, তাতে সংলাপের আশা করা যায় না। অবশ্য তিনি যে নির্বাচনকালীন সরকারব্যবস্থার কথা বলছেন, তাতে সংলাপের কিছু নেই। প্রধানমন্ত্রীর মনে রাখা প্রয়োজন, এটা যুক্তরাষ্ট্র নয়, এটা বাংলাদেশ। আমরা উন্নত বিশ্বের দিকে তাকালে দেখতে পাই, নির্বাচন শেষে জয়ী দল ও পরাজয়ী দল ফলাফল মেনে নিয়ে পরস্পর কুশল বিনিময় করে। কিন্তু আমাদের দেশে নির্বাচনে জয়ী দল বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর পরাজিত দল বলে নির্বাচনে কারচুপি হয়েছে। আমরা এই নির্বাচন মানি না। পরদিন থেকে শুরু হয় সরকার পতনের আন্দোলন। তাহলে কীভাবে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়? তাই দরকার দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের সংলাপের মাধ্যমে মতৈক্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।
প্রধানমন্ত্রীর কাছে আবেদন, ১৯৯৬ সালের পুনরাবৃত্তি করবেন না। এটা দেশের জন্য অকল্যাণকর।
মো. জাকারিয়া
মেছড়া, সিরাজগঞ্জ।

No comments

Powered by Blogger.