জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমমনা দলের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমমনা দলের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ইসলামী সংগঠনগুলো মিছিল বের করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।


বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ করে ইট ছুড়লে পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে। ওই সময় বিক্ষোভকারীরা প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়ে এবং একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের কারণে প্রেসক্লাবে অবস্থারত সাংবাদিকদের দুর্ভোগ পোহাতে হয়। পৌনে ১২টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পল্টন, কাকরাইল, দৈনিক বাংলা  মোড়, বিজয়নগরসহ এর আশপাশের এলাকায় পুলিশের অবস্থান রয়েছে। আজ পল্টন ময়দানে ইসলামী দলগুলোর মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগেই পুলিশ এ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। উ™ভুত পরিস্থিতিতে আজ সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আহবান করে দলগুলো। পরে আগামী সকাল-সন্ধ্যা সারাদেশে হরতাল কর্মসূচী ঘোষণা করা হয়।

No comments

Powered by Blogger.