যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই ভারতে ফিরছেন সোনিয়া

অস্ত্রোপচার শেষে যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই ভারতে ফিরছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস পার্টির মুখপাত্র জনার্দন দ্বিবেদী গতকাল মঙ্গলবার এ কথা জানান। তবে সোনিয়া গান্ধীর অসুস্থতা বা কী জন্য তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন পড়ল, তা জানা যায়নি।
কংগ্রেস পার্টির কর্মকর্তাদের সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট যুক্তরাষ্ট্রে সোনিয়া গান্ধীর অস্ত্রোপচার হয়। তবে তাঁর শারীরিক অবস্থা অথবা তিনি কোন হাসপাতালে ভর্তি ছিলেন, সে সম্পর্কে দলের কর্মকর্তারা কিছু জানাননি।
জনার্দন দ্বিবেদী বলেছেন, সোনিয়া গান্ধী শিগগিরই দেশে ফিরছেন। তবে তিনি কখন ফিরবেন, নির্দিষ্ট করে সে সময়টা বলা কঠিন। তিনি আরও বলেন, অস্ত্রোপচারের পর সোনিয়া গান্ধী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শিগগিরই তিনি তাঁর মেয়ে প্রিয়াংকা ভদ্রার সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরছেন।
সোনিয়ার অস্ত্রোপচার ও শারীরিক অবস্থা সম্পর্কে কংগ্রেস গোপনীয়তা রক্ষা করে চলছে। এ কারণে ভারতের গণমাধ্যমগুলোতে কংগ্রেসের কড়া সমালোচনা হয়েছে। তবে কংগ্রেস বলছে, স্বাস্থ্যের বিষয়টি একেবারেই সোনিয়ার ব্যক্তিগত।

No comments

Powered by Blogger.