ভারতে পৃথ্বী-২-এর সফল উৎক্ষেপণ

ভারত সাফল্যের সঙ্গে পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩৫০ কিলোমিটার। ওডিশার বালাসোর জেলার সমুদ্র উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে চণ্ডিপুরে গতকাল সোমবার ওই পরীক্ষা চালায় সশস্ত্র বাহিনী।
ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের (আইটিআর) পরিচালক এস পি দাশ বলেন, দেশে তৈরি এবং ভূপৃষ্ঠে ব্যবহারের উপযোগী ওই ক্ষেপণাস্ত্র গতকাল সকাল আটটা ৫০ মিনিটে উৎক্ষেপণ করা হয়। এর জন্য একটি ভ্রাম্যমাণ উৎক্ষেপক ব্যবহার করা হয়। পরীক্ষামূলক এই উৎক্ষেপণ ‘সম্পূর্ণ সফল’ হয়েছে।
ভারতের সামরিক সূত্র জানায়, স্বল্প পাল্লার ওই ক্ষেপণাস্ত্র সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে দেওয়া হয়েছে।
গতকাল ছিল পরীক্ষামূলক উৎক্ষেপণ। পৃথ্বী-২ লম্বায় নয় মিটার এবং ব্যাস এক মিটার। এতে দুটি ইঞ্জিন রয়েছে এবং তরল জ্বালানির সাহায্যে এটি কাজ করে।

No comments

Powered by Blogger.