লিবিয়ায় কারাগারে গণকবরের সন্ধান

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বড় গণকবরের সন্ধান পাওয়া গেছে। প্রায় এক হাজার ২৭০ জনকে এখানে কবর দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) গত রোববার জানিয়েছে, শিগগিরই গণকবরটি খনন শুরু হবে।
ধারণা করা হচ্ছে, ত্রিপোলির আবু সালিম কারাগারে ১৯৯৬ সালে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত বন্দীদের ওই স্থানে কবর দেওয়া হয়েছিল। নিহত বন্দীদের পরিবারের পক্ষের একজন আইনজীবীর মুক্তির দাবিতে আন্দোলনের মধ্য দিয়েই শুরু হয়েছিল দেশের শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে অভ্যুত্থান।
এনটিসি জানায়, আবু সালিম কারাগারে যে সময় হত্যাকাণ্ড চালানো হয়, সেই সময়কার নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করে গণকবরটির সন্ধ্যান পাওয়া গেছে। কারাগারের মধ্যে একটি খোলা মাঠে হাড়গোড় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। নিহত দুই বন্দীর ভাই সামি আসাদি জানান, প্রায় পাঁচ বছর আগে কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছিল, অসুস্থতার কারণেই তাঁর ভাইদের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘আমরা খুশি যে অভ্যুত্থান সফল হয়েছে। কিন্তু এখানে দাঁড়িয়ে দুই ভাইসহ আরও অনেক বন্ধুর কথা মনে পড়ছে।

No comments

Powered by Blogger.