দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্ট্রেলীয় বীর ন্যান্সি ওয়েক মারা গেছেন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার বীর যোদ্ধা এবং ফরাসি প্রতিরোধের অন্যতম মুখ ন্যান্সি ওয়েক গত সোমবার লন্ডনে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
অসম সাহসিকতা ও কৌশলে জার্মান বাহিনীর কবল থেকে বের হয়ে আসতে পারার জন্য তিনি ‘সাদা ইঁদুর’ নামে খ্যাত।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেছেন, ‘ন্যান্সি ওয়েক এমন এক সাহসী ও দক্ষ নারী ছিলেন, যাঁর দুঃসাহসিক বীরত্বে বেঁচে যান শত শত মিত্র সেনা এবং ফ্রান্স না ৎ সি অবরোধমুক্ত হয়।’
ন্যান্সি ওয়েকের জন্ম নিউজিল্যান্ডে। ছোটবেলায় তিনি চলে আসেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে তিরিশের দশকে ১৬ বছর বয়সে পাড়ি জমান ফ্রান্সে। কাজ শুরু করেন সাংবাদিক হিসেবে। ১৯৩৯ সালে বিয়ে করেন ফরাসি ব্যবসায়ী হেনরি ফাইয়োক্কাকে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবদানের জন্য ওয়েক ফ্রান্সের লিজিয়ন দ্য অনার, যুক্তরাজ্যের জর্জ মেডেল এবং যুক্তরাষ্ট্রের মেডেল অব ফ্রিডম পেয়েছেন।

No comments

Powered by Blogger.