জাপানের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে বান কি মুন

জাপানের প্রলয়ঙ্করী ভূমিকম্প, সুনামি ও পরমাণু বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সারা বিশ্বের জনগণের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গতকাল সোমবার তিনি প্রাকৃতিক ও পরমাণু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা এলাকা পরিদর্শন করেন এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া এলাকা থেকে জনসাধারণকে অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগকে উ ৎ সাহিত করেন।
বিপর্যয়ের পর এ পর্যন্ত প্রায় ৮৫ হাজার মানুষ ফুকুশিমার আশপাশের এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। বান কি মুন ও তাঁর স্ত্রী একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। মিনামিসোমা শহর ও ফুকুশিমা পরমাণুকেন্দ্রের চারদিকের ২০ কিলোমিটার এলাকার তিন শতাধিক মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। সংকীর্ণ জায়গার মধ্যে পাঁচ মাস ধরে তাদের সেখানে বসবাস করতে হচ্ছে। আপাতত তাদের সেখানেই থাকার পরামর্শ দিয়েছেন বান কি মুন।
এ ছাড়া সুনামিতে বিধ্বস্ত হারাগামা সমুদ্রসৈকত পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব।

No comments

Powered by Blogger.