ওভালেই তাঁর শততম সেঞ্চুরি!

সেঞ্চুরির সেঞ্চুরিটা যে হবেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কবে?
অপেক্ষার শুরু সেই বিশ্বকাপ থেকেই। নিজেকে যেমন, ভক্তদেরও তেমনি অপেক্ষায় রাখছেন শচীন টেন্ডুলকার। তবে ওয়াসিম আকরামের ধারণা, চলতি ইংল্যান্ড সিরিজেই কাঙ্ক্ষিত শততম সেঞ্চুরি পেয়ে যাবেন টেন্ডুলকার। সাবেক পাকিস্তান অধিনায়কের বিশ্বাস, এজবাস্টনে না হলেও ওভালে শেষ টেস্টেই তিনি সেঞ্চুরি পাবেন। ইংল্যান্ডের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেটগুলোর একটি ওভাল, আকরামের যুক্তি সেটাই।
সাবেক সতীর্থ ও কাছের বন্ধু মঈন খান আয়োজিত করপোরেট টি-টোয়েন্টি লিগের উদ্বোধন উপলক্ষে আকরাম গিয়েছিলেন করাচিতে। সেখানেই জানালেন তাঁর টেন্ডুলকার-ভাবনা, ‘আমার মনে হয়, ওভালে চতুর্থ টেস্টেই মাইলফলকটা ছোঁবে টেন্ডুলকার, ইতিহাস গড়ার সবচেয়ে ভালো সম্ভাবনা ওখানেই। শততম সেঞ্চুরি করা হবে অসাধারণ এক মাইলফলক, আমার তো মনে হয় না, কেউ এর ধারেকাছেও যেতে পারবে।’
চলতি সিরিজে চার ইনিংসে মাত্র একটি ফিফটি পেয়েছেন টেন্ডুলকার। তার পরও আকরামের মনে হচ্ছে এই পারফরম্যান্স খুব একটা খারাপ না। তবে পাচ্ছেন না ভাগ্যের সহায়তা, ‘ইংলিশ কন্ডিশনে ভাগ্যও পক্ষে থাকতে হয়, কারণ বল এখানে অনেক মুভ করে। এজবাস্টনেও বল মুভ করবে, তবে আমার মনে হয় ওভালেই হবে শততম সেঞ্চুরি।’
আকরামের অবশ্য ধারণা শততম সেঞ্চুরি নিয়ে এত আলোচনা টেন্ডুলকারের জন্যও চাপ হয়ে গেছে, ‘এ নিয়ে এত আলোচনা হচ্ছে যে টেন্ডুলকারের মতো গ্রেট ব্যাটসম্যানও চাপ অনুভব করেছে। এমন পরিস্থিতিতে সেরা ব্যাটসম্যানরাও চাপে পড়ে যায়।’

No comments

Powered by Blogger.