বেনজির হত্যা মামলার আসামির কৃতিত্বপূর্ণ ফলাফল

মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় অভিযুক্ত আসামি আবদুল রশিদ আহমেদ ওরফে আবদুল রহিম তারবি। গত সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাধ্যমিক পরীক্ষায় মোট ১০৫০ নম্বরের মধ্যে ৮৪৮ নম্বর অর্জন করে মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে রশিদ আহমেদ। রাওয়ালপিন্ডির মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ওই পরীক্ষা গ্রহণ করে।
রাওয়ালপিন্ডি কারাগার থেকে পরীক্ষা দিয়েছিল রশিদ। বর্তমানে আদিয়ালা কারগারে একই মামলার অপর চার আসামির সঙ্গে তাকে বন্দী করে রাখা হয়েছে।
আদিয়ালা কারগারের পরিচালক মহসিন রফিক বলেন, পড়াশোনা শেষ করার ইচ্ছা প্রকাশ করার পর কারা প্রশাসন রশিদের জন্য কয়েকজন শিক্ষকসহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে।
রশিদের বাড়ি খাইবার-পাখতুন খাওয়া প্রদেশের একটি গ্রামে। সে আকোরা খাট্টাকের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। ২০০৮ সালের জানুয়ারিতে পাঞ্জাবের কামরাতে একটি সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনের সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

No comments

Powered by Blogger.