আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলায় নিহত ১৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে গতকাল বৃহস্পতিবার ন্যাটোর বিমান হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
প্রাদেশিক পুলিশের প্রধান মোহাম্মদ জাজাই বলেন, বৃহস্পতিবার ভোরে দোয়ামানদা নামক জায়গার একটি বাড়িতে ন্যাটোর বিমান হামলায় আট নারী, চার শিশু ও একজন পুরুষ নিহত হয়েছে।
জাজাই বলেন, ওই হামলায় তালেবানের সঙ্গে সম্পৃক্ত হাক্কানি নেটওয়ার্কের চারজন জঙ্গিও নিহত হয়েছে।
মোহাম্মদ জাজাই বলেন, ওই বাড়ির একটি আস্তানা থেকে হাক্কানি নেটওয়ার্কের একজন কমান্ডার ও তিন বিদ্রোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করার জন্য ঘটনাস্থলে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে।
প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র বিমান হামলায় বেসামরিক লোক নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তবে ঘটনার ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।
ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা-বাহিনী (আইএএসএফ) বলেছে, নিহত ব্যক্তিরা হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বিদ্রোহীদের পরিবারের সদস্য।
ন্যাটোর বিমান হামলায় বেসামরিক লোক নিহত হওয়ার প্রতিবাদে খোস্ত প্রদেশে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা একটি মহাসড়ক অবরোধ করে।

No comments

Powered by Blogger.