ঘটনা তদন্তের দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে প্রশাসনের নির্দেশে যেসব নির্যাতন চলেছে, সেসব ঘটনার ফৌজদারি তদন্তের নির্দেশ দিতে প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল মঙ্গলবার সংস্থাটির একটি প্রতিবেদন প্রকাশের পর এ আহ্বান জানানো হয়। এইচআরডব্লিউ জানিয়েছে, বুশের নির্দেশে নির্যাতন হয়েছে, এমন বেশকিছু প্রমাণও তাদের কাছে আছে।
এইচআরডব্লিউর ১০৭ পৃষ্ঠার এই প্রতিবেদনে জানানো হয়, নির্যাতনের অভিযোগ থেকে গা বাঁচাতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট হামলা এড়াতে বা আত্মরক্ষার্থে নির্যাতন করা হয়েছে বলে দাবি করছেন। সংস্থার পক্ষ থেকে প্রেসিডেন্ট বুশ, তাঁর সরকারের ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও সিআইএর প্রধানের বিরুদ্ধেও তদন্তের দাবি জানানো হয়।
হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেন, বুশ, ডিক চেনি, ডোনাল্ড রামসফেল্ড ও জর্জ টেনেটের বিরুদ্ধে নির্যাতন এবং যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করার জোরালো ভিত্তি আছে। প্রেসিডেন্ট ওবামা এসব নির্যাতনকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে বাজে নীতি হিসেবে বিবেচনা করছেন।

No comments

Powered by Blogger.