ডাইনোসর নিয়ে নতুন প্রদর্শনী শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে ডাইনোসর নিয়ে একটি নতুন প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। এতে এই দানব প্রাণী সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলেমনে করা হচ্ছে।
আগামী শনিবার থেকে লস অ্যাঞ্জেলেসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে শুরু হবে প্রদর্শনীটি। ওই দিন জাদুঘরে নবনির্মিত এক হাজার ৪০০ বর্গমিটার আয়তনের একটি গ্যালারিও চালু হচ্ছে। নাম দেওয়া হয়েছে ‘ডাইনোসর হল’। এ আয়োজনকে ২০১৩ সালে জাদুঘরটির শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জাদুঘরটির পরিচালক ও জাদুঘরের ডাইনোসর ইনস্টিটিউটের প্রধান লুই শিপে বলেন, ‘আমরা ডাইনোসর সম্পর্কে এখনো অনেক কিছু জানি না। এ জন্য এই আয়োজন।’
গ্যালারিতে স্টিভেন স্পিলবার্গের জুরাসিক পার্ক চলচ্চিত্রে দেখানো মাংসাশী ভয়ংকর দানব টি রেক্স প্রজাতির তিনটি বিভিন্ন বয়সী ডাইনোসরের কঙ্কালসহ বেশ কয়েকটি বড় নমুনা থাকছে।

No comments

Powered by Blogger.