ইন্দোনেশিয়ায় গবাদি পশু রপ্তানি স্থগিত করেছে অস্ট্রেলিয়া

ইন্দোনেশিয়ায় গবাদি পশু রপ্তানি স্থগিত করেছে অস্ট্রেলিয়া। প্রতিবেশী ওই দেশটিতে গবাদি পশুর প্রতি নির্দয় আচরণের টেলিভিশন ফুটেজ দেখে এ সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার সরকার।
‘অ্যানিমেলস অস্ট্রেলিয়া’ পশু অধিকার আন্দোলনের পরিচালক লিন হোয়াইটের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, ইন্দোনেশিয়ার কিছু কিছু কসাইখানায় পশু জবাই করার আগে সেগুলোকে চাবুক দিয়ে বেদম পেটানো হচ্ছে।
পশু অধিকার আন্দোলনের সঙ্গে জড়িত গোষ্ঠীগুলো যেসব দেশে গবাদি পশুর সঙ্গে নির্দয় আচরণ করা হয়, সেসব দেশে পশু রপ্তানি বন্ধের জন্য অস্ট্রেলীয় সরকারের প্রতি আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে ইন্দোনেশিয়ায় পশু রপ্তানি ছয় মাসের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সরকার। অবশ্য গোষ্ঠীগুলো স্থায়ীভাবে রপ্তানি বন্ধের দাবি জানিয়েছিল।
ইন্দোনেশিয়ায় গবাদি পশু রপ্তানি স্থগিতের পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশে পশু রপ্তানির বিষয়টিও অস্ট্রেলিয়া পর্যালোচনা করবে বলে কৃষিমন্ত্রী জো লুড়ুইং জানান।

No comments

Powered by Blogger.