উত্তর কোরিয়ায় সরকারবিরোধী লাখো প্রচারপত্র

উত্তর কোরিয়ার কমিউনিস্ট সরকার উৎখাতের আহ্বান জানিয়ে সে দেশের পক্ষ ত্যাগকারীরা গতকাল শনিবার দুই কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় অন্তত এক লাখ প্রচারপত্র ছড়িয়ে দিয়েছে। কোরীয় যুদ্ধ শুরুর বার্ষিকী উপলক্ষে গ্যাস-বেলুনের সাহায্যে এসব প্রচারপত্র ছড়িয়ে দেওয়া হয়।
ফাইটারস ফর ফ্রি নর্থ কোরিয়ার অন্তত ১০ জন সদস্য পাঁচটি বড় গ্যাস-বেলুনে ওই প্রচারপত্র আকাশে উড়িয়ে দেয়। পরে দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে বেলুনগুলো ফাটানো হয়।
এসব প্রচারপত্রে পিয়ংইয়ংবিরোধী নানা স্লোগান লেখা ছিল। দেশটির নেতা কিম জং-ইলকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানানো হয়।
১৯৫০ সালের ২৫ জুন দক্ষিণ কোরিয়ার ওপর উত্তরের হামলা শুরু হয়। এ যুদ্ধ তিন বছর ধরে চলে। এ কথা উল্লেখ করে কোনো কোনো প্রচারপত্রে লেখা হয় ‘কোরীয় যুদ্ধের কথা স্মরণ করুন।’ কোনো কোনো প্রচারপত্রে লেখা হয়, ‘ভাইয়েরা জেগে ওঠো, সাহসিকতার সঙ্গে লড়ো, তিন প্রজন্ম ধরে চলা স্বৈরতন্ত্রের বিনাশ করো।’
বেলুনগুলোতে প্রচারপত্র ছাড়াও শত শত ডিভিডি ও প্রণোদনা হিসেবে এক ডলার রাখা হয়। যাতে সরকারের নিপীড়নের ভয় জয় করে জনগণ ওই প্রচারপত্রগুলো সংগ্রহ করে।

No comments

Powered by Blogger.