অনিশ্চয়তায় ফ্যাব্রিগাসের বার্সা গমন

আর্সেনাল অধিনায়ক সেস ফ্যাব্রিগাসকে দলে ভেড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রথমে অনেক দিন ধরে মধ্যমাঠের সেরা খেলোয়াড়টিকে ছাড়তে রাজি ছিল না আর্সেনাল। কিন্তু এবারের দলবদলের মৌসুমে ইংলিশ ক্লাবটি তাঁকে ছেড়ে দিতে সম্মতি জানালেও এখন ফেব্রিগাসের ৩৫ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি দেখে বেঁকে বসেছে কাতালানরা। স্প্যানিশ এই মিডফিল্ডারকে ন্যু ক্যাম্পে আনার জন্য এত বিশাল অঙ্কের টাকা খরচ করতে পারবেন না বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন বার্সা সভাপতি সান্দ্রো রোসেল।
২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনা থেকে আর্সেনালে এসেছিলেন ফ্যাব্রিগাস। এরপর দীর্ঘ সাত বছর ধরে খুব বিশ্বস্ততার সঙ্গেই খেলেছেন আর্সেনালের মধ্যমাঠে। কিন্তু এবারের বিশ্বকাপের পর আবার পুরোনো সতীর্থদের মাঝে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। জাভি-ইনিয়েস্তা-পেদ্রোসহ বার্সেলোনার অনেক খেলোয়াড়ও ফ্যাব্রিগাসকে ন্যু ক্যাম্পে নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষের কাছে। কিন্তু এখন আর্সেনাল তাঁকে ছেড়ে দিতে রাজি হলেও অনেক বেশি মূল্য দাবি করছে বলে মনে করছে এবারের স্প্যানিশ লিগ শিরোপাজয়ীরা। বার্সা সভাপতি সান্দ্রো রোসেল বলেছেন, ‘ন্যু ক্যাম্পে ফিরে আসার জন্য সেস সবকিছুই করছে। গার্দিওলা খেলোয়াড়দের মূল্য বেশ ভালো মতোই জানেন। আমরা আর্সেনালকে আরও কম টাকার একটা প্রস্তাব দেব। যদি তারা রাজি হয়, তাহলে সে এখানে আসতে পারবে। নাহলে আমাদের কিছুই করার নেই। টাকা-পয়সার দিক দিয়ে আমরা খুব ভালো অবস্থানে নেই, এটা গার্দিওলা বেশ ভালো মতোই জানেন।’

No comments

Powered by Blogger.