বেন আলীর ৩৫ বছরের কারাদণ্ড

তিউনিসিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলী ও তাঁর স্ত্রীকে চুরিসহ অন্যান্য অভিযোগে প্রত্যেককে ৩৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল সোমবার রাজধানী তিউনিসে তাঁদের অনুপস্থিতিতেই বিচার শুরু হয়েছে।
এ ছাড়া আদালত তাঁদের ছয় কোটি ৬০ লাখ ডলার জরিমানা করেছেন। অর্থ আত্মসাৎ, মাদকদ্রব্য, অস্ত্র রাখাসহ ৯৩টি অভিযোগে বেন আলী ও তাঁর সহচরদের বিচার করা হচ্ছে।
তবে সাবেক এই পরাক্রমশালী শাসক তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এমনকি তিনি পদত্যাগ করেননি বা দেশ ছেড়েও পালাননি বলে জানান। বেন আলী তাঁর কৌঁসুলি আকরাম আজৌরির কাছে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমি পদত্যাগ করিনি। এমনকি তিউনিসিয়া ছেড়েও পালাইনি।’ তিনি দাবি করেন, তাঁকে বোকা বানিয়ে সৌদি আরবে পাঠানো হয়েছে।
এএফপির একজন সাংবাদিক জানান, জনাকীর্ণ আদালতে বেন আলীর বিচার শুরুর প্রাক্কালে এক ব্যক্তি চিৎকার করে উঠলে তাঁকে সরিয়ে নেওয়া হয়। এ সময় আদালত ভবনের বাইরে প্রায় ৫০ জন জড়ো হয়েছিলেন। তাঁদের কেউ কেউ বেন আলীর বিচারের প্রতি সমর্থন জানান। অন্যরা বেন আলীর অনুপস্থিতিতে বিচারের সমালোচনা করেন।

No comments

Powered by Blogger.