ন্যাটোর দুঃখ প্রকাশ

সামরিক জোট ন্যাটো স্বীকার করেছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বেসামরিক লোকজনের নিহত হওয়ার জন্য তারা দায়ী। এ জন্য তারা দুঃখ প্রকাশও করেছে। গত রোববার ত্রিপোলির আল-আরাদা এলাকার একটি বাড়িতে ন্যাটোর ওই হামলায় দুই শিশুসহ নয়জন বেসামরিক মানুষ নিহত হয়।
ন্যাটোর দুঃখ প্রকাশের কয়েক ঘণ্টা পর লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম অভিযোগ করেন, গতকাল সোমবার ন্যাটো আবারও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। ত্রিপোলির পশ্চিমে সরমান এলাকায় চালানো ওই হামলায় তিন শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। তবে ন্যাটো এ অভিযোগ অস্বীকার করেছে।
লিবিয়ায় ন্যাটো অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল চার্লস বাউচার্ড বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা স্বীকার করে এক বিবৃতিতে বলেন, ‘নিরপরাধ মানুষের ক্ষয়ক্ষতির জন্য ন্যাটো দুঃখ প্রকাশ করছে।’ তিনি আরও বলেন, ‘হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে আমরা এখন তদন্ত করছি। সম্ভবত ক্ষেপণাস্ত্র নিক্ষেপব্যবস্থায় ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে।

No comments

Powered by Blogger.