উস্টারের জয়ে সাকিবের ১ উইকেট

ওয়েস ডার্সটনের যেন বিশ্বাসই হচ্ছিল না। বলটা যেখানে পিচ করেছে, সেখানে একবার তাকালেন। এরপর ঘাড় ঘুরিয়ে তাকালেন স্টাম্পের দিকে। ডার্বিশায়ার ওপেনার বুঝতেই পারেননি, লেগ স্টাম্পের বাইরে পিচ করা বল প্যাড-ব্যাটকে ফাঁকি দিয়ে অফ স্টাম্পে কীভাবে লাগল। বোলার সাকিব আল হাসানের উদ্যাপনে উচ্ছ্বাস নেই। এ আর এমন কী!
ওই ১টি উইকেটই পেয়েছেন সাকিব, ৪ ওভারে রান দিয়েছেন ২৩। তবে পরশু তাঁর প্রথম বলটিই হয়তো ঘোরের মধ্যে ফেলে দিয়েছিল ডার্বিশায়ার ব্যাটসম্যানদের। খণ্ডকালীন স্পিনার মঈন আলীও পেয়ে গেলেন ২ উইকেট, এরপর টানা ৪ উইকেট মিডিয়াম পেসার ক্রিস হুইলান। ১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ডার্বিশায়ার গুটিয়ে গেল মাত্র ১০৬ রানে। ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয় পেল উস্টারশায়ার, পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ। ব্যাট হাতে অবশ্য আবারও ব্যর্থ সাকিব। আগের দুই ম্যাচে ৩ ও শূন্য রানের পর পরশু করেছেন ৮।
পরশুই গ্লস্টারশায়ারের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন কেন্টের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। গ্লস্টার অবশ্য তারপরও ১৬৬ রান তুলেছিল। কিন্তু আরেক পাকিস্তানি আজহার মেহমুদের সেঞ্চুরিতে (৫৭ বলে ১০৬*) কেন্ট জিতে যায় ৮ উইকেটে।

No comments

Powered by Blogger.