মুগাবের ঐকমত্যের সরকার ছাড়তে চান চেঙ্গারাই

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জাতীয় ঐকমত্যের সরকার থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মরগান চেঙ্গারাই। একজন মন্ত্রীকে গ্রেপ্তার এবং নিজ দলের চেয়ারম্যানকে সুপ্রিম কোর্ট পার্লামেন্টের স্পিকার হওয়ার অযোগ্য ঘোষণার পর গত বৃহস্পতিবার চেঙ্গারাই এ ইচ্ছা প্রকাশ করেন।
বৃহস্পতিবার চেঙ্গারাইয়ের ঘনিষ্ঠ বন্ধু জ্বালানিমন্ত্রী এলটন ম্যাঙ্গোমাকে পুলিশ গ্রেপ্তার করে। এরপরই এক সংবাদ সম্মেলনে চেঙ্গারাই বলেন, ‘আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে আমাদের আর একসঙ্গে কাজ করা সম্ভব হয়ে উঠছে না। আমাদের ঐকমত্য নিষ্ক্রিয় হয়ে পড়েছে।’
চেঙ্গারাই বলেন, একজন দম্পতির জীবনে যখন নানা ধরনের মতৈক্য ও বিভেদ চরম পর্যায়ে পৌঁছে, তখন তারা বিবাহ বিচ্ছেদের ব্যাপারে একমত হয়। একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের জাতীয় ঐকমত্যের সরকারের।

No comments

Powered by Blogger.