‘পীযূষ চাওলার বদলে অশ্বিনকে চাই’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই স্পিনার নিয়ে খেলার পক্ষাপাতি সৌরভ গাঙ্গুলি। পীযূষ চাওলার পারফরম্যান্স নিয়ে সবার মধ্যে যে প্রশ্ন, তাতে সায় দিয়ে ভারতের সবচেয়ে সফল এই অধিনায়ক বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চাওলা খেলুক, তা আমি চাই না। বরং, আমি রবিচন্দ্রন অশ্বিনকেই নাগপুরে একাদশে দেখতে চাইব।’
সৌরভ বলেছেন, মহেন্দ্র সিং ধোনির উচিত দু’জন পেসারের সঙ্গে দু’জন স্পিনারকে খেলানো। সেক্ষেত্রে হরভজন সিংয়ের সঙ্গে যদি অশ্বিন খেলে, সেটাই ভালো হবে।
বিশ্বকাপের ম্যাচগুলোতে ভারতীয় স্পিনারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্নটা উঠে গেছে। সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন অভিজ্ঞ হরভজন সিং। এ পর্যন্ত অনুষ্ঠিত ভারতের ম্যাচগুলোর একটিতেও বলার মতো কোনো পারফরম্যান্স নেই হরভজনের। ব্যাপারটি সৌরভের কাছেও ভালো লাগছে না। তবে তাঁর মতে, হরভজন সবসময়ই বড় ম্যাচে পারফর্ম করে। তাই সে অবশ্যই স্বয়ংক্রিয় পছন্দ।’
ভারতের শক্তিধর দিক ব্যাটিং নিয়ে কোনো অভিযোগ নেই সৌরভের। তাই, আজকের ম্যাচে বোলিংটা নিয়ে একটু বেশি মনোযোগী হওয়ার পরামর্শ তাঁর। তাঁর মতে, ‘ধোনি অবশ্যই আজ আগে ব্যাট করতে চাইবেন। আগে ব্যাট করে একটা ভালো সংগ্রহ যদি দাঁড় করানো যায়, তাহলেই দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলা যাবে।’ সৌরভের মতে, দুই পেসার ও দুই স্পিনারকে মোকাবিলা করা দক্ষিণ আফ্রিকার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।’
ডেল স্টেইন, মরকেল, বোথা, ইমরান তাহিরদের নিয়ে গড়া দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের ওপর দারুণ শ্রদ্ধা সৌরভের। তাঁর মতে, এই বোলিংয়ের বিপক্ষে ব্যাটসম্যানদের সতর্ক হয়ে খেলতে হবে, না হলে উল্টো ভারতই চাপে পড়ে যাবে। সৌরভ আজকের ম্যাচে শেবাগ অথবা শচীনের কাছ থেকে অন্তত একটি ভালো ইনিংস চান।

No comments

Powered by Blogger.