গিলার্ডের কম্পিউটারে সাইবার হামলা

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের কম্পিউটারে সাইবার হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় চীনের গোয়েন্দা সংস্থাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। গতকাল মঙ্গলবার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সিডনির ডেইলি টেলিগ্রাফ-এর ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা অস্ট্রেলিয়ার সরকারকে ইঙ্গিত দিয়েছে, কমপক্ষে ১০ জন মন্ত্রীর কম্পিউটারের কয়েক হাজার ই-মেইল হ্যাক করা হয়েছে। এর মধ্যে গিলার্ডসহ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রুড ও প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন স্মিথের কমিম্পউটারও রয়েছে। গত ফেব্রুয়ারির শুরুর দিকে হ্যাকিংয়ের এ ঘটনা ঘটে বলে পত্রিকাটি জানায়।
পত্রিকাটি আরও জানায়, ‘সরকারের চারটি পৃথক সূত্র নিশ্চিত করেছে, এ ঘটনায় সন্দেহভাজন বিদেশি হ্যাকারদের তালিকায় চীনের গোয়েন্দা সংস্থাও রয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে দ্য অস্ট্রেলিয়ান পত্রিকা জানিয়েছে, হ্যাকাররা সরকারের বড় ধরনের সম্পদ প্রকল্পগুলোর বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।

No comments

Powered by Blogger.