জঙ্গি দমনে ‘হটলাইন’ সংযোগ স্থাপনে রাজি ভারত-পাকিস্তান

ভারত ও পাকিস্তান জঙ্গিদের ব্যাপারে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের স্বার্থে ‘হটলাইন’ সংযোগ স্থাপনে একমত হয়েছে। নয়াদিল্লিতে দুই দেশের স্বরাষ্ট্রসচিবদের মধ্যে বৈঠকের পর গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ভারতের স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই ও পাকিস্তানের স্বরাষ্ট্রসচিব চৌধুরী কামার জামানের মধ্যে এ ‘হটলাইন’ যোগাযোগ স্থাপিত হবে। সন্ত্রাসের বিরুদ্ধে সব পন্থায় যুদ্ধ চালিয়ে যেতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে দুই দেশের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠাও এর লক্ষ্য বলে বিবৃতিতে জানানো হয়।
দুই পক্ষের আলোচনায় পাকিস্তান মুম্বাইতে সন্ত্রাসী হামলার ঘটনায় তদন্তকাজে ভারতকে সহযোগিতা করতে নীতিগত সম্মতি জানায়। অপরদিকে ভারত পাকিস্তানকে সমঝোতা এক্সপ্রেস ট্রেনে বোমা হামলার ঘটনা তদন্তে তথ্য দিয়ে সহযোগিতা করে।
গত সোমবার উভয় দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ে দুই দিনব্যাপী এ বৈঠক শুরু ও গতকাল মঙ্গলবার তা শেষ হয়। গতকাল বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জি কে পিল্লাই সাংবাদিকদের বলেন, ‘অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা অনেক দূর এগিয়েছি। আস্থার সংকট অনেকটাই কেটে গেছে।

No comments

Powered by Blogger.