জুলাইয়ে দ. কোরিয়ায় পৌঁছাবে বোয়িংয়ের গোয়েন্দা বিমান

দক্ষিণ কোরিয়া শত্রুপক্ষের ওপর আগাম নজরদারি পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে গোয়েন্দা বিমান পাবে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, আগামী জুলাইয়ে এসব বিমান সরবরাহ করা হবে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, গোয়েন্দা নজরদারি চালানোর উপযোগী করে তৈরি করা বোয়িং ৭৩৭ এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমানের প্রথমটি জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীকে সরবরাহ করা হবে। তিনি জানান, এর মধ্যে পরীক্ষামূলকভাবে বিমানটি ওড়ানো হয়েছে। এখন এটির উন্নয়নমূলক কাজ চলছে। আরও দুটি বিমান ২০১২ সালের শেষ নাগাদ সরবরাহ করা হবে। ২০০৬ সালে সম্পাদিত ১৬০ কোটি ডলারের একটি চুক্তির অধীনে বোয়িং এসব বিমান সরবরাহ করবে।
দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তারা জানান, এসব বিমান উত্তর কোরিয়ার ওপর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা নজরদারির ক্ষমতা বাড়াবে।

No comments

Powered by Blogger.