সৌদি আরবে চিকিৎসা নিচ্ছেন ক্যানসারে আক্রান্ত মোবারক

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক সৌদি আরবে আছেন। সেখানে তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। গতকাল বুধবার মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক আল আকবর-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মোবারক মলাশয় ও অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত। সৌদি আরবের টাবুক শহরের একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। পাঁচ দিন ধরে তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন পরই মোবারক টাবুক শহরে চলে যান। তাঁর স্ত্রী সুজান, দুই ছেলে আলা মোবারক ও গামাল মোবারকও টাবুক শহরে অবস্থান করছেন।
তবে সরকারি কোনো দপ্তর থেকে মোবারকের সৌদি আরবে অবস্থান করার বিষয়টি নিশ্চিত করা হয়নি। কয়েক দিন ধরেই গুজব চলছে, মোবারক তাঁর স্ত্রী-সন্তানসহ মিসর ছেড়েছেন।
কয়েক সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভের মুখে গত ১১ ফেব্রুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন মোবারক। বলা হচ্ছিল, পদত্যাগের পর তিনি দেশটির অবকাশযাপনকেন্দ্র শারম আল শেখে অবস্থান নেন। ১৯৮১ সালে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত খুন হলে ক্ষমতায় আসেন মোবারক। এর পর থেকে তিনি দেশটি শাসন করছিলেন।

No comments

Powered by Blogger.