মিয়ানমারে পার্লামেন্টের অধিবেশন শুরু

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিয়ানমারের রাজধানী নেপিডোতে গতকাল সোমবার নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল আটটা ৫৫ মিনিটে এ অধিবেশন শুরু হয়। কর্মকর্তারা এ কথা জানান। নবনির্বাচিত ও মনোনীত এক হাজারেরও বেশি পার্লামেন্ট সদস্য এ অধিবেশনে যোগ দিচ্ছেন। অধিবেশনে কোনো বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
১৯৬২ সালে জান্তা সরকার ক্ষমতা গ্রহণের পর দেশটিতে এই প্রথম পার্লামেন্টের অধিবেশন বসল। তবে ক্ষমতাসীন জান্তা নিয়ন্ত্রিত এ পার্লামেন্ট অধিবেশন নিয়ে জনগণের মধ্যে খুব একটা উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে না।
বিরোধীদলীয় নেত্রী সু চির অনুপস্থিতিতে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জান্তা সরকার বিপুল ভোটে জয়লাভ করে নির্বাচনের আগেই এক-চতুর্থাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রাখা হয়। এ ছাড়া সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এক হাজার ১৫৪ আসনের মধ্যে ৮৮২টিতেই জয়লাভ করে।

No comments

Powered by Blogger.