নিউজিল্যান্ডের ২৬২ রানের লড়িয়ে পুঁজি

দলে কয়েকজন অলরাউন্ডার রাখার সুবিধাটা বেশ ভালোমতোই টের পাচ্ছে নিউজিল্যান্ড। আজ পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দলের প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যাট থেকে রান না আসলেও জেমস ফ্রাঙ্কলিন আর নাথান ম্যাককালামের অর্ধশতকের সুবাদে ২৬২ রানের লড়িয়ে পুঁজি জমা করেছে কিউইরা।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয় নি স্বাগতিকদের। ওয়াহাব রিয়াজ, আব্দুর রাজ্জাকের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ৭৯ রানেই পাঁচটি উইকেট খুইয়ে চাপের মুখে পড়ে নিউজিল্যান্ড। কিউই ব্যাটিং লাইন আপের প্রথান ভরসা গাপটিল, জেমি হাউ, টেলর, স্টাইরিস, উইলিয়ামসন কেউই খুব বেশিক্ষণ থাকতে পারেন নি উইকেটে। এঁদের মধ্যে সর্বোচ্চ ২১ রান করে ফিরে গেছেন গাপটিল। ষষ্ঠ উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন ব্রেন্ডন ম্যাককালাম ও জেমস ফ্রাঙ্কলিন। ৩৭ রান করে ওয়াহাব রিয়াজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ম্যাককালাম। এবার নাথান ম্যাককালামের সঙ্গে জুটি গড়েন ফ্রাঙ্কলিন। দুজনে যোগ করেন ৬৪ রান। ৭৫ বলে ৬২ রানের লড়াকু এক ইনিংস খেলে বিদায় নেন ফ্রাঙ্কলিন। শেষপর্যন্ত নাথান ম্যাককালামের অপরাজিত ৫৩ ও ভেট্টরির ১৩ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৬২ রান যোগ হয় কিউই স্কোরবোর্ডে।

No comments

Powered by Blogger.