জ্বালানি তেলের দাম বেড়ে ১০০ ডলার

মিসরে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। তেলের দাম ব্যারেলপ্রতি গতকাল সোমবার ১০০ ডলারে দাঁড়িয়েছে। এদিকে ব্যবসায়ীরা মিসরের সহিংস ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারে এখন ধস নামছে। ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার দ্রুত পতনের পর তার প্রভাব পড়ছে অন্যত্র। তবে শেয়ারবাজারে ধস দেখা দিলেও তেল ও সোনার দাম বাড়ছে।
টোকিও নিক্কির সূচক ১ দশমিক ১৮ শতাংশ বা ১২২ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০২৩৭ দশমিক ৯২ এবং সিডনি এস অ্যান্ড পি/এএসএক্স ২০০-এর সূচক দশমিক ৪৪ বা ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭৫৩ দশমিক ৯।
হংকং হাং শেং সূচক কমেছে ১ দশমিক ১২ শতাংশ ও মুম্বাইয়ের কমেছে দশমিক ৯ শতাংশ। কিন্তু সাংহাই কমপোজিট ইনডেক্স বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ। এদিকে মিসরের অস্থিতিশীলতার মধ্যেও তেলের দাম বাড়ছে।

No comments

Powered by Blogger.