গুলি চালাবে না রেভল্যুশনারি গার্ড!

ইরানের রেভল্যুশনারি গার্ডসের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটি চিঠি লিখেছেন। সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালাবে না এমন নিশ্চয়তা চেয়ে তাঁরা এই চিঠি লিখেছেন।
মিসরে বিক্ষোভের পর ইরানেও সহিংস বিক্ষোভ হচ্ছে। রেভল্যুশনারি গার্ডসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তারা যুক্তি দেখান, সহিংসতার সময় তাঁদের লোককে ব্যবহার করা শিয়া ইসলামিক আইনের নীতির পরিপন্থী।
সরকারবিরোধীদের কীভাবে মোকাবিলা করা হবে এ নিয়ে ইরানের ক্ষমতাসীনদের মধ্যেই বিভক্তি রয়েছে। এদিকে এই চিঠি রেভল্যুশনারি গার্ডসের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এই গার্ডস ধর্মীয় প্রক্রিয়া সুরক্ষা করে থাকে।
চিঠির একটি অনুলিপি ডেইলি টেলিগ্রাফ পেয়েছে। ওই চিঠিটি গার্ডসের ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারিকে সম্বোধন করে দেওয়া হয়েছে। এই চিঠিতে মেজর জেনারেল জাফারির কাছে আহ্বান জানানো হয়েছে, রেভল্যুশনারি গার্ডস ও বাসিজ আধাসামরিক বাহিনীকে যেন সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যবহার করা না হয়।

No comments

Powered by Blogger.