বেলজিয়ামে সরকার গঠনে ব্যর্থতার বিশ্ব রেকর্ড

নির্বাচন হওয়ার ২৪৯ দিন পরও নতুন সরকার গঠন করতে পারেননি বেলজিয়ামের রাজনীতিকেরা। গতকাল শুক্রবারের মধ্যে এই অচলবস্থা না কাটলে এটা হবে নির্বাচনের পর দীর্ঘ সময় ধরে সরকার গঠিত না হওয়ার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড। রাজনীতিকদের প্রতি ব্যঙ্গ করে গত বৃহস্পতিবার রেকর্ড ছোঁয়ার দিনটিকে ‘চিপস রেভল্যুশন’ আখ্যা দিয়ে এই অচলবস্থার প্রতিবাদ জানায় বেলজিয়ানরা।
গত বছরের জুনে বেলজিয়ামে নির্বাচন হয়। নির্বাচনে কোনো দলই সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন পায়নি। সরকার গঠনের জন্য দলগুলোর মধ্যে আলোচনা শুরু হয়। কিন্তু নির্বাচনের পর গত বৃহস্পতিবার পর্যন্ত ২৪৯ দিনেও দলগুলো মতৈক্যে পৌঁছাতে পারেনি। এর মধ্য দিয়ে ইরাকে নির্বাচনের ২৪৯ দিন পর সরকার গঠনের বিশ্ব রেকর্ড ছুঁয়েছে বেলজিয়াম। শুক্রবারের মধ্যে মতৈক্য না হলে তা বিশ্ব রেকর্ড হবে। ইরাকে সরকার গঠনের পর অনুমোদনের জন্য অবশ্য আরও ৪০ দিন সময় লেগেছিল।

No comments

Powered by Blogger.