শেয়ারবাজারে আজ মূল্য সংশোধন হয়েছে

চার দিন চাঙাভাবের পর আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কিছুটা মূল্য সংশোধন হয়েছে। সাধারণ সূচক কমার পাশাপাশি কমেছে বেশির ভাগ শেয়ারের দাম। তবে আর্থিক লেনদেন গতকালের চেয়ে কিছুটা বেড়েছে।বাজার সংশ্লিষ্টরা আজকের মূল্য সংশোধনকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, গত দুই মাসে বাজারে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে। এর পর সরকারের বিভিন্ন পদক্ষেপে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। ফলে চার দিন বাজারে চাঙাভাব অব্যাহত থাকে। এরই মধ্যে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। সুতরাং আজকের মূল্য সংশোধনকে বাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তাঁরা। কেননা, বাজার যাতে আবারও অতি মূল্যায়িত না হয়ে যায়, সে ক্ষেত্রে মূল্য সংশোধন হওয়াও প্রয়োজন।ডিএসই সূত্রে জানা যায়, আজ সারা দিনই সূচকের ওঠা-নামা ছিলো চোখে পড়ার মতো। সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হলেও বেলা ১১টা ২৫ মিনিটে সূচক ৩৩ পয়েন্ট নেমে যায়। এর পর সূচক ৪৮ পয়েন্ট বাড়ে। বেলা ১১টা ৪৫ মিনিটের পর সূচকের তীর আবার নিম্নগামী হতে থাকে। দিন শেষে সাধারণ মূল্য সূচক ৮৮.৩৮ পয়েন্ট কমে ৭৪৮৪.২২ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে আজ লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে মোট দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া মোট লেনদেনের পরিমাণ এক হাজার ৭৭ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৭৫ কোটি টাকা বেশি। গতকাল সেখানে এক হাজার দুই কোটি টাকার লেনদেন হয়।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, ইউসিবিএল, ডেসকো, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এনবিএল, বেক্সিমকো, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ ও সিএমসিকামাল।আজ সবচেয়ে বেশি বেড়েছে দেশবন্ধু পলিমারের শেয়ারের দাম। এ ছাড়া বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডস, আনলিমা ইয়ার্ন, স্ট্যান্ডার্ড সিরামিক, অ্যাম্বি ফার্মা, এইচআর টেক্সটাইল, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, মারিকো বাংলাদেশ, মুন্নু সিরামিক ও মিথুন নিটিং দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ সবেচেয়ে বেশি কমেছে ইসলামী ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া পপুলার লাইফ ইনস্যুরেন্স, প্রাইম ইনস্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার, ফিনিক্স ইনস্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, বিআইএফসি, প্রাইম লাইফ ইনস্যুরেন্স, ইউসিবিএল ও কেয়া কসমেটিকস দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় তিন লাখ ২৬ হাজার ৭৩৮ কোটি টাকা।

No comments

Powered by Blogger.