লারার সঙ্গে তুলনায় বিরক্ত ব্রাভো

ব্রায়ান লারার মতোই ড্যারেন ব্রাভোর জন্ম ত্রিনিদাদে। খেলার ধরনেও রয়েছে দুজনের আশ্চর্য মিল। দুজনেই বাঁহাতি ব্যাটসম্যান। ব্রায়ান লারার বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা থেকে পরিত্রাণের উপায় অনেকেই খুঁজছেন এই ব্রাভোর মধ্যে।
তবে, নিরন্তর লারার সঙ্গে নিজের তুলনাটা একদমই ভালো লাগছে না ব্রাভোর। নিজের আলাদা একটা পরিচিতি নির্মাণ করতে যখন তিনি মরিয়া, তখন ক্রমাগত তাঁর সঙ্গে লারার তুলনায় একটু যেন বিরক্তই ব্রাভো। ২২ বছর বয়সী এ তরুণ ব্যাটসম্যান খোলাখুলিই জানিয়ে দিয়েছেন, লারার সঙ্গে তুলনা নয়, ভালো ক্রিকেট খেলেই নিজের একক পরিচিতি তৈরি করতে চান তিনি।
সদ্যই ক্যারিয়ারটা শুরু করেছেন তিনি। টেস্ট খেলেছেন মাত্র তিনটি। ঝুলিতে রয়েছে কেবল ১৩টি ওয়ানডে ম্যাচের অভিজ্ঞতা। ক্যারিয়ারের সূচনালগ্নে, ব্রায়ান লারার মতো কিংবদন্তি ব্যাটসম্যানের সঙ্গে তাঁর তুলনা চাপ হয়েই দেখা দিয়েছে ব্রাভোর জন্য। তিনি বলেছেন, ‘ব্রায়ান সব সময়ই আমার আদর্শ ক্রিকেটার। আর আশা করছি আমি তাঁর কাছ থেকে অনেক অনুপ্রেরণা পাব। তবে এবারের বিশ্বকাপে আমি নিজের পরিচয়েই পরিচিত হতে চাই।’
লারার সঙ্গে তুলনা করা হলেও বর্তমানে ব্রাভোর প্রিয় ব্যাটসম্যান নাকি শচীন টেন্ডুলকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রাভো বলেছেন, ‘বর্তমানে আমার খুব পছন্দের একজন ক্রিকেটার হলেন টেন্ডুলকার। সে যেভাবে ব্যাট করে, লম্বা লম্বা ইনিংস খেলে, সেগুলো সত্যিই দেখার মতো ব্যাপার।’

No comments

Powered by Blogger.