উত্তর কোরিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান দক্ষিণের

সামরিক বিষয় নিয়ে পার্লামেন্ট পর্যায়ে আলোচনার উত্তর কোরিয়ার প্রস্তাব দক্ষিণ কোরিয়া গতকাল শুক্রবার প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, উত্তর
কোরিয়ার প্রস্তাবে আন্তরিকতার ঘাটতি আছে। তাই তারা বিষয়টি মেনে নিতে পারছে না।
এদিকে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরমাণু আলোচনা শুরুর পূর্বশর্ত হিসেবে বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য পিয়ংইয়ংয়ের প্রতি ক্ষমা চাওয়ার দাবি থেকে সরে এসেছে সিউল।
দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংঅং পত্রিকায় গতকালের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া এখন জাহাজ ডুবিয়ে দেওয়াসহ উত্তর কোরিয়ার সাম্প্রতিক উসকানিমূলক কর্মকাণ্ড এবং দেশটির পরমাণু কর্মসূচিকে আলাদাভাবে দেখছে। এ জন্য তারা আলোচনা শুরুর পূর্বশর্ত হিসেবে উত্তর কোরিয়ার ক্ষমা চাওয়ার দাবি থেকে সরে এসেছে।
তবে দুই কোরিয়ার মধ্যে বিদ্যমান উত্তেজনাপূর্ণ বিষয়গুলো নিয়ে পার্লামেন্ট পর্যায়ে আলোচনার যে প্রস্তাব উত্তর কোরিয়া দিয়েছে তা আন্তরিক মনে করছে না দক্ষিণ কোরিয়া। তাই ওই প্রস্তাবও তারা মেনে নিতে পারছে না।

No comments

Powered by Blogger.