ঝাড়খণ্ডে বন্দুকযুদ্ধে ৯ মাওবাদী নিহত

ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নয়জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যের লেতাহার জেলায় এ ঘটনা ঘটে।
রাজ্যের পুলিশপ্রধান নেওয়াজ আহমেদ জানান, গতকাল ভোরে লেতাহারের মাওবাদী অধ্যুষিত লুহুর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক ঘণ্টার বন্দুকযুদ্ধ হয়। এতে ওই মাওবাদীরা নিহত হয়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আহত হননি।
ভারতের কয়েকটি রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। মাওবাদীরা বলছে, তারা গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। তবে প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদীদের বিদ্রোহকে ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে অভিহিত করেছেন।
গত অক্টোবর থেকে ভারতীয় সরকার মাওবাদীদের বিদ্রোহ দমনে অপারেশন গ্রিন হান্ট নামে একটি অভিযান শুরু করে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওডিশা ও ছত্তিশগড় রাজ্যে পরিচালিত এ অভিযানে ৫০ হাজার সেনা অংশ নিচ্ছে।

No comments

Powered by Blogger.