পুঁজিবাজারে চাঙা ব্যাংকিং খাত

শেয়ারবাজারে গত সপ্তাহে বিভিন্ন খাতের শেয়ার কেনাবেচায় মিশ্র অবস্থা বিরাজ করলেও যথেষ্ট চাঙা ছিল ব্যাংকিং খাত। সর্বশেষ পাঁচটি কর্মদিবসের মধ্যে চার দিনই ব্যাংকিং খাতের লেনদেনে চাঙা ভাব বিরাজ করেছে।
ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়ে যায়। এ ছাড়া সোমবার ৩০টির মধ্যে ২০টির, মঙ্গলবার ৩০টির মধ্যে ২৭টির ও বৃহস্পতিবার ৩০টির মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পায়। শুধু বুধবার ব্যাংকিং খাতের লেনদেন ভালো হয়নি। এদিন ৩০টির মধ্যে মাত্র ছয়টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছিল।
বৃহস্পতিবার দর বৃদ্ধির তালিকায় রয়েছে—ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।
এ ছাড়া দর কমে যাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

No comments

Powered by Blogger.