রাশিয়ার ১৩ জন ‘গুপ্তচর’কে গ্রেপ্তার করেছে জর্জিয়া

জর্জিয়া প্রতিবেশী রাশিয়ার একটি কথিত গোয়েন্দা চক্র ভেঙে দিয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে চারজন রুশ নাগরিকসহ গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। এঁরা মস্কোর কাছে জর্জিয়ার সামরিক তথ্য সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।
জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোতা ইউতিয়াশিভিল গতকাল শুক্রবার জানান, আটক গুপ্তচরদের মধ্যে চারজন রাশিয়ার নাগরিক। বাকিরা জর্জিয়ার সেনা-কর্মকর্তা।
মুখপাত্র বলেন, এঁদের গ্রেপ্তার জর্জিয়ার সামরিক গোয়েন্দাদের জন্য একটি বড় রকমের সাফল্য। পাশাপাশি রাশিয়ার সেনা গোয়েন্দাদের জন্য একটি বড় ধরনের আঘাত।
এদিকে, ১৩ জনকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, জর্জিয়ায় রুশ নাগরিক আটকের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। তাঁরা বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখছেন। তিনি ওই ঘটনাকে উসকানিমূলক তৎপরতা বলে উল্লেখ করেন।

No comments

Powered by Blogger.