বিবিসির চার হাজার সংবাদকর্মীর ৪৮ ঘণ্টার ধর্মঘট

বিবিসির সংবাদকর্মীরা গতকাল শুক্রবার ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন। প্রস্তাবিত পেনশন হ্রাস পরিকল্পনার প্রতিবাদে তাঁরা এ ধর্মঘট পালন করছেন। ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট (এনইউজে) এ ধর্মঘটের ডাক দিয়েছে। এ সংগঠনের সদস্যসংখ্যা চার হাজার ১০০।
ধর্মঘটের কারণে বিবিসির রেডিও ফোরের গতকালের অনুষ্ঠান কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটে। তবে বিবিসি ওয়ানের ব্রেকফাস্ট নিউজ যথারীতি সংবাদ পরিবেশন কার্যক্রম চালিয়ে যায়।
বিবিসির পরিচালক মার্ক টমসন অবশ্য বলেছেন, ধর্মঘটের কোনো প্রভাব তাঁদের অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রমে পড়েনি। এমনকি এতে কোনো অনুষ্ঠান কাটছাঁটও করতে হচ্ছে না। তবে দাবি আদায় না হলে এনইউজে ১৫ ও ১৬ নভেম্বর পুনরায় ধর্মঘটে যাওয়ার চিন্তাভাবনা করছে। সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, তখন বিবিসির সব রেডিও ও টেলিভিশনের অনুষ্ঠান হয় বন্ধ হয়ে যাবে, নয়তো অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রম ব্যাহত হবে।
বিবিসি কর্তৃপক্ষ আগামী বছর এপ্রিল থেকে পেনশন বাজেট ১৫০ কোটি পাউন্ড কমানোর ঘোষণা দিয়েছে। এ ঘোষণার প্রতিবাদে আন্দোলনে নামেন বিবিসির সংবাদকর্মীরা।

No comments

Powered by Blogger.