এক সপ্তাহে সাধারণ সূচক বেড়েছে ৫০ পয়েন্ট

ঢাকার শেয়ারবাজারে গত এক সপ্তাহে মিশ্র অবস্থা দেখা গেছে। সপ্তাহে দুই দিন সাধারণ সূচকের ঊর্ধ্বগতি হলেও তিন দিন নিম্নগতি লক্ষ করা গেছে। আর্থিক লেনদেনও আগের সপ্তাহের চেয়ে কমেছে। তবে সাধারণ মূল্যসূচক কিছুটা বেড়েছে।
ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে সাধারণ মূল্যসূচক দশমিক ৬৩ শতাংশ বা প্রায় ৫০ পয়েন্ট বেড়ে যায়। সপ্তাহের শুরুতে সাধারণ মূল্যসূচক ছিল ৭৯৩৭ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট। যা এক সপ্তাহের লেনদেন শেষে দাঁড়ায় ৭৯৮৬ দশমিক ৯২ পয়েন্টে।
একই সময়ে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন তিন দশমিক ৪৯ শতাংশ কমে দুই হাজার ৫২৮ কোটি টাকা করে হয়েছে।
সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৩৭ হাজার ৭৮৪ কোটি টাকা। যা সপ্তাহ শেষে দশমিক শূন্য ছয় শতাংশ কমে তিন লাখ ৩৭ হাজার ৫৯৫ কোটি টাকায় দাঁড়ায়।
এ ছাড়া গেল সপ্তাহে বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। এ সময় লেনদেন হওয়া মোট ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত ছিল মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, বেক্সিমকো, তিতাস গ্যাস, এবি ব্যাংক, ডেসকো, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বেক্সটেক্স লিমিটেড।
সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—ফার্মা এইডস, স্টাইলক্রাফট, রূপালী ইনস্যুরেন্স, জেমিনি সি ফুড, মিথুন নিটিং, রহিম টেক্সটাইল, মুন্নু স্টাফলারস, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইনস্যুরেন্স ও ঢাকা ইনস্যুরেন্স।
সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—কেয়া ডিটারজেন্ট, ফু ওয়াং সিরামিক, অগ্নি সিস্টেমস, আইপিডিসি, ন্যাশনাল টিউবস, মুন্নু সিরামিক, তিতাস গ্যাস, হক্কানি পালপ অ্যান্ড পেপার, প্রাইম টেক্সটাইল ও ফিডেলিটি অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজ।

No comments

Powered by Blogger.