মেক্সিকোতে শতাধিক টন গাঁজা আটক

মেক্সিকোর সেনাবাহিনী গত সোমবার দেশটির টিজুয়ানা শহরে অভিযান চালিয়ে ১০৫ টনেরও বেশি গাঁজা আটক করেছে। এগুলোর মূল্য ৩৫ কোটি ডলার। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়।
সেনাবাহিনী জানায়, সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর সীমান্তবর্তী টিজুয়ানা শহরের কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে ওই গাঁজা আটক করা হয়। যুক্তরাষ্ট্রে পাঠানোর উদ্দেশ্যে ১০ হাজার বাদামি ও রুপালি রঙের প্যাকেটে করে গাঁজাগুলো রাখা হয়েছিল। কয়েক মাসে মেক্সিকোর বিভিন্ন স্থান থেকে এসব গাঁজা সংগ্রহ করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন ১১ মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গত বছর মেক্সিকোর সেনাবাহিনী দুই হাজার ১০৫ টন গাঁজা আটক করেছিল। মেক্সিকো বিশ্বের সবচেয়ে বড় গাঁজা রপ্তানিকারক দেশ। গাঁজা বিক্রি করে মেক্সিকোর মাদকব্যবসায়ীরা শত শত কোটি ডলার আয় করে থাকেন।

No comments

Powered by Blogger.