লাদেনের পাকিস্তানে থাকার খবর নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় আরামে বাস করছেন বলে প্রকাশিত খবরের সত্যতা নাকচ করেছে পাকিস্তান। গত সোমবার ন্যাটোর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা সিএনএনের ওয়েবসাইটে খবরটি প্রকাশিত হয়।
একই দিন খবরটির সত্যতা নাকচ করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, ‘ওসামা বিন লাদেন বা আল-কায়েদার দ্বিতীয় প্রধান আইমান আল জাওয়াহিরি বা মোল্লা ওমর পাকিস্তানে রয়েছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, আমি জোরালোভাবে তা নাকচ করছি।’ তিনি বলেন, ‘লাদেনসহ সব সন্ত্রাসী ইসলাম ও পাকিস্তানবিরোধী। ভাড়াটে খুনি তারা। তাদের ব্যাপারে কোনো তথ্য পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিএনএনের এই খবরকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, পাকিস্তানের গায়ে কলঙ্ক লেপনের জন্য খবরটি রটানো হয়েছে।

No comments

Powered by Blogger.