ভেনেজুয়েলায় পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

ভেনেজুয়েলার প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাজি হয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের মধ্যে বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়।
দুই প্রেসিডেন্টের বৈঠকের পর রাশিয়ার পরমাণু-প্রতিষ্ঠানের প্রধান সার্গেই কিরিয়েঙ্কো ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস মাদুরো পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণবিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
শাভেজ জানান, খনিজ জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে তিনি এই পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চান।
মেদভেদেভ জানান, শাভেজের শত্রু যুক্তরাষ্ট্র এ বিষয়টি পছন্দ নাও করতে পারে। তবে এই প্রকল্প হবে শান্তিপূর্ণ।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘কেবল চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে কেউ কেউ এতে খুশি হবে না।’

No comments

Powered by Blogger.